ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের বিধানসভার নির্বাচন হতে আর বেশীদিন বাকি নেই। জমে উঠেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের ব্যস্ততা। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এ রাজ্যে সমাজবাদী পার্টির পক্ষ থেকে আজকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন কিরণময় নন্দ। এবং সেই বৈঠক শেষে জানা গেল, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৮ ই ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির হয়ে প্রচারের উদ্দেশ্যে যাচ্ছেন উত্তরপ্রদেশ। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সমাজবাদী পার্টির পক্ষ থেকে জয়া বচ্চন এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিরিয়ে দেওয়ার পালা। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব ভার্চুয়ালি যৌথ সাংবাদিক বৈঠক করবেন বলে জানিয়েছেন কিরণময় নন্দ। তবে গুঞ্জন শোনা যাচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য আসন চাইবেন। কিন্তু সেরকম কিছুই হচ্ছে না বলে নিশ্চিত করেছেন কিরণময় নন্দ। আপাতত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন আলাদা মাত্রা যোগ করে কিনা সেটাই এখন দেখার।
আরও পড়ুন : উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদির বার্তা