fbpx

Find us on

ভাঙা রেলিং দিয়ে ক্যানেলে পড়ে তলিয়ে গেলেন দুই বাইক আরোহী
দক্ষিণবঙ্গ
শিরোনাম

কলকাতা, ১২ সেপ্টেম্বরঃ ভাঙা রেলিং দিয়ে ডিভিস ক্যানেলে পড়ে তলিয়ে গেলেন দুই বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে বাইকে করে শ্মশানে যাচ্ছিলেন তাঁরা। রাতে অন্ধকারে সেতুর রেলিংয়ের ভাঙা অংশ দেখতে পাননি। আর তাতেই বিপত্তি ঘটে। সেতুর ভাঙা রেলিং দিয়ে বাইক নিয়ে সোজা নীচে ক্যানেলে পড়ে যান দুজন। ক্যানেলে জল বেশি থাকায় মুহূর্তের মধ্যে তলিয়ে যান ওই দুজন। খবর পেয়ে শুরু হয় তল্লাশি। নৌকা নিয়ে গভীর রাত পর্যন্ত চলে খোঁজাখুঁজি। কিন্তু নিখোঁজ বাইক আরোহীদের কোনও খোঁজ পাওয়া যায়বি। বুধবার সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাইকটিকে দেখতে পাওয়া গেলেও নিখোঁজ দুজনের এখনও সন্ধান মেলেনি।

ভাঙা রেলিং দিয়ে ক্যানেলে পড়ে তলিয়ে গেলেন দুই বাইক আরোহী

Leave a Reply