Find us on

দুই দশকের সেরা, ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০১তম স্থানে ভারত
খেলা

নয়াদিল্লি, ৫ এপ্রিলঃ বিশ্ব ফুটবলে বিগত দুই দশকের সেরা ফিফা তালিকায় উঠে এল ভারতীয় ফুটবল দল। সদ্য বের হওয়া এই তালিকার এখন ১০১তম স্থানাধিকারী ভারত। এশিয়ার তালিকায় ১১তম স্থানে রয়েছে ভারতীয় ফুটবল দল।

১৯৯৬ সালের মে মাসেও এই একই স্থানে ছিল ভারতীয় ফুটবল দল। গতমাসে প্রকাশিত তালিকার ১৩২তম স্থানে থাকা এই দল বৃস্পতিবার প্রকাশিত তালিকার ১০১ তম স্থানে পৌঁছে গেল।

এর আগে ১৯৯৬ সালে প্রকাশিত ফিফার তালিকায় ভারতের স্থান ছিল ৯৪। যা ভারতের সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল। ১৯৯৩ সালের নভেম্বরে ৯৯তম এবং ১০০তম ছিল ১৯৯৩ সালের অকেটোবর, ডিসেম্বর এবং এপ্রিল ১৯৯৬ সালে।

অতি সম্প্রতি বেশ কিছু ম্যাচ জিতেছে ভারত। ১৩টি ম্যাচের মধ্যে ১১টিই ভারতের পকেটে। মায়ানমারকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে ৬৪ বছরে প্রথমবার ভারত তাদেরই মাটিতেই ১-০ গোলে হারায়। ভারতের গত এক দশকে প্রথম অ্যাওয়ে ম্যাচ, আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে কম্বোডিয়াকে ৩-২ গোলে হারায়। এছাড়া, ঘরের মাঠে পোর্তো রিকোকে ৪-১ গোলে হারায় ভারতীয় ফুটবল দল। ভারতীয় ফুটবল দলের এই অগ্রগতিতে উচ্ছ্বসিত কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন সহ বোর্ড সদস্যরা।

দুই দশকের সেরা, ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০১তম স্থানে ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *