দিনহাটা: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার দুর্ঘটনাটি ঘটে সিতাই থেকে দিনহাটাগামী প্রধান রাস্তার ওপর বেসিক মোড়ে। মৃতের নাম অমল মহন্ত (৪৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অমলবাবু রাস্তা পারাপারের সময় দিনহাটাগামী একটি বাইকের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। দিনহাটা থেকে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। বাইক চালক পলাতক। এদিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই ব্যস্ত রাস্তায় যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ঘিরেও গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া তৃণমূলে