রায়গঞ্জ: রায়গঞ্জে করোনা আক্রান্ত দেড় বছর বয়সি এক শিশু। জানা গিয়েছে, জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে শুক্রবার রাতে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছিল। তার লালার নমুনা পরীক্ষা হতেই স্পষ্ট হয় সে করোনা আক্রান্ত। এরপরই তড়িঘড়ি শনিবার ওই শিশুকে কোভিড সিসিইউয়ে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে, সংক্রমণ মোকাবিলায় সায়মিকভাবে শিশু বিভাগ বন্ধ রাখা হয় কর্তৃপক্ষের তরফে। যদিও স্য়ানিটাইজ করে কিছু সময় বাদে ফের শিশু বিভাগটি খুলে দেওয়া হয়।
অন্যদিকে, এদিন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। তিনি কোভিড সিসিইউয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কোমর্বিডিটির জেরেই তার মৃত্যু হয়েছে।