মেখলিগঞ্জ: জমির দাবিতে চর বাঁচাও কমিটির তরফে মেখলিগঞ্জে অনুষ্ঠিত হল বিক্ষোভ মিছিল। শুক্রবার সন্ধ্যায় ২৫ পয়েস্তি ও ৪০ নিজতরফ চর বাঁচাও কমিটির বিরাট মিছিল মেখলিগঞ্জ শহর পরিক্রমা করে মেখলিগঞ্জ বাসস্ট্যান্ডে সেন্ট্রাল ব্যাংক সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। এরপর সেখানেই বিক্ষোভ দেখান কমিটির সদস্যরা। কমিটির সদস্য মহম্মদ নূর ইসলাম জানান, চরের হাজার একর জমি থেকে শিল্পের নামে তাঁদের উচ্ছেদ করার চক্রান্ত করছে রাজ্য সরকার। জয়ী সেতু সংলগ্ন পাড় বাঁধ নির্মাণের পর জমি বের হয়। সেই জমিতে প্রায় ৩০০ পরিবার দীর্ঘ ৬০ থেকে ৭০ বছর যাবৎ বসবাস করছেন। তাঁদের বেশিরভাগই কৃষিজীবী। এখন শিল্পের নামে তাঁদের উচ্ছেদ করার চেষ্টা চলছে। তাঁদের দাবি, প্রত্যেককে তিন বিঘা করে জমি দিতে হবে। যাতে তাঁরা পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন।
আরও পড়ুন : পরকীয়ার পথে কাঁটা! প্রেমিকের সাহায্যে ৭ বছরের ছেলেকে খুন করল মা