মৌলানি: পুজোর আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। কিন্তু এবার করোনা আবহে পুজো হচ্ছে। পরিস্থিতি অনেকটাই আলাদা। সেকারণে পুজো মণ্ডপে ঢাক বাজানোর বরাত এবছর এখনও সেভাবে পাননি ঢাকিরা। তবে এখনও হাল ছাড়েননি মৌলানির ষাটোর্ধ্ব ঢাকি ভবেন হাজরা। পুজোর আগেই ঢাক বাজানোর ডাক পড়বে, বিক্রি হবে তৈরি করা ঢাক, সেই আশায় বুক বেধেছেন তিনি।
ঢাক তৈরি ও বাজানোর সঙ্গে ভবেন হাজরা ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন থেকে যুক্ত। মাল-ময়নাগুড়ি গামী ৩১ নম্বর জাতীয় সড়ক লাগোয়া চক মৌলানিতে কুড়ে ঘরে বাস করেন ভবেন হাজরা।
ভবেনবাবু জানান, শৈশবে খেলতে খেলতেই বাবা শুটু হাজরার কাছ থেকে ঢাক তৈরি বা বাজানোর তালিম নেন তিনি। অভাবের কারণে পড়াশোনা তেমন একটা করা হয়নি। তবে ঢাক বাজিয়ে ও বিক্রি করে পরিবার নিয়ে সুখেই ছিলেন তিনি। কিন্তু করোনার কারণে পরিস্থিতির পরিবর্তন হয়েছে অনেকটাই।
ভবেনবাবু জানান, তাঁর তৈরি ঢাক পাইকারদের হাত ধরে পাড়ি দেয় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত সহ অসমে। কিন্তু এবছর একটি ঢাকও বিক্রি হয়নি। পুজোতে ঢাক বাজানোর বরাতও মেলেনি এখনও। ভবেনবাবুর মতো একই সমস্য়ায় পড়েছেন অন্য ঢাকিরাও।