আসানসোল: আসানসোল পুরনিগমের হিরাপুর থানার বার্নপুরের ৭৮ নম্বর ওয়ার্ডে শাসকদল তৃণমূল কংগ্রেস প্রার্থীর নির্বাচনি প্রচারের কয়েকটি ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, দলীয় প্রার্থী অশোক রুদ্রের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রার্থীর ছবি ছিল সেসব ফ্লেক্সে। অভিযোগ, বুধবার রাতে কেউ বা কারা সেসব ছিঁড়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
তৃণমূল প্রার্থী অশোক রুদ্র বলেন, ‘এবি টাইপ এলাকা সহ বার্নপুরের একাধিক এলাকায় ব্যানার ছিঁড়ে নষ্ট করা হয়েছে। বিষয়টি আসানসোল পুরনিগম নির্বাচনের দায়িত্বে থাকা এমআরও আসানসোলের মহকুমা শাসককে জানানো হয়েছে।’ মহকুমা শাসক অভিজ্ঞান পাঁজা বলেন, ‘অভিযোগটি আসানসোল-দূর্গাপুর পুলিশের ডিসিপি(সদর)-কে পাঠিয়ে তদন্ত করতে বলা হয়েছে।
আরও পড়ুন : ফের এসটিএফের হানা হেরোইন কারবারির ডেরায়, মাদকের সঙ্গে এবার মিলল গোপন নথি