কলকাতা: আজ মকর সংক্রান্তি। শুক্রবার সকাল থেকেই গঙ্গাসাগরে শুরু হয়ে গিয়েছে পুণ্যস্নান। সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে পুণ্যার্থী। এর মাঝেই ফুটে উঠেছে বিধিভঙ্গের ছবি। দূরত্ববিধি তো দূরের কথা, অনেকেরই মুখে দেখা নেই মাস্কের। এদিকে, করোনাবিধি যাতে সকলে মেনে চলেন তার জন্য মাইকে অনবরত প্রচার করে চলেছেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। যদিও সরকারি বিধিনিষেধকে তোয়াক্কা না করেই চলছে পুণ্যস্নান।
কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মেনে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। এদিকে মেলা উপলক্ষ্যে ভিড় বাড়ছে পুণ্যার্থীদের। আদালতের নির্দেশ মেনে চলার পাশাপাশি আরটি-পিসিআর টেস্ট ছাড়া গঙ্গাসাগর মেলায় যাওয়া যাবে না বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি করোনা পরিস্থিতি বিচার করে তাঁর পরামর্শ, একসঙ্গে বেশি মানুষ যেন মেলায় না যান।