উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: অনলাইন ক্লাস চলাকালীন বিপত্তি। ক্লাসের লিংক হ্যাক করে ঢুকে রীতিমতো পর্ন ভিডিও ক্লিপ ছড়িয়ে দিল দুষ্কৃতীরা। এর জেরে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। ফের একবার জোরাল হয়েছে স্কুল খুলে অফলাইনে পড়াশোনা চালু করার দাবি। করোনার জেরে অনলাইন ক্লাস শুরু হওয়ার পর থেকে কিছুদিন সব ঠিকঠাকই চলে। কিন্তু তারপরই দেখা দেয় সমস্যা। ক্লাসের লিংক হ্যাক করে ঢুকে পড়ুয়াদের নানারকম কটূক্তি করতে শুরু করে বহিরাগতরা। এমনকি শিক্ষক-শিক্ষিকাদের প্রতিও অশালীন ইঙ্গিত করা হয়। এতে চরম অস্বস্তিতে পরে স্কুল কর্তৃপক্ষ থেকে পড়ুয়া অভিভাবকরাও। এদিন শিলিগুড়ির একটি নামী বেসরকারি স্কুলে অনলাইন ক্লাস চলাকালীন ঘটে চরম বিপত্তি। ক্লাসের লিংক হ্যাক করে ঢুকে ক্লাস চলাকালীন পর্ন ভিডিও ক্লিপ ছড়িয়ে দেয় বহিরাগতরা। তৎক্ষণাৎ বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনা হলে ক্লাস বন্ধ করে বিকল্প পদ্ধতিতে ক্লাস চালু করা হয়। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। ভুক্তভোগী অভিভাবক রুদ্র সান্যাল জানান, বয়ঃসন্ধির সময় পড়ুয়ারা যখন অনলাইনে ক্লাস করছে তখন অনেক সময় দেখা যাচ্ছে অনলাইন লিংক হ্যাক করে অশালীন ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি পড়ুয়া ও তাদের অভিভাবরাও অস্বস্তিতে পড়ছেন। অবিলম্বে স্কুল খুলে দিয়ে অফলাইন পঠনপাঠন চালু করা জরুরি। না হলে এই প্রজন্মের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার।
ইদানীং স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার দাবি ক্রমশই জোরালো হয়ে উঠছে। স্কুল খোলার দাবিতে আন্দোলন শুরু করেছেন অনেক শিক্ষক সংগঠন। দাবি তুলেছে ছাত্র সংগঠনগুলোও। পরিস্থিতি বিচার করে ২৪ জানুয়ারি থেকে কোভিড বিধি মেনে স্কুল খোলার কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। অভিভাবকদের দাবি, দ্রুত স্কুল খোলার ব্যবস্থা করা হোক এরাজ্যেও।