কিশনগঞ্জ: স্মাক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার রাত থেকে কিশনগঞ্জে বিশেষ পুলিশি অভিযান চলে। শহরের বিভিন্ন স্থানে হানা দিয়ে চারজন স্মাক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ সরফরাজ(১৯), মহম্মদ আব্দুল সালাম(৪১), মহম্মদ আব্বাস (২০), বিকাশ মল্লিক(২০), রাখাল দাস(১৯)। পুলিশ ধৃতদের থেকে ১৫.২৯০ গ্রাম স্মাক, নগদ ৩১ হাজার ৮৪০ টাকা, সাতটি মোবাইল ও একটি ডায়েরি বাজেয়াপ্ত করেছে।
এই ঘটনায় ধৃতরা পুলিশের জেরায় কিশনগঞ্জ ও ভিন রাজ্যের মাদক সরবরাহকারীদের সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক আনোয়ার জাবেদ আনসারি জানান, অবৈধ মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতদের বিরুদ্ধে কিশনগঞ্জ সদর থানায় এনডিপিএস ধারায় এফআইআর দায়ের করা হয়। বৃহস্পতিবার আদালতের নির্দেশে ধৃতদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতে কিশনগঞ্জ জেলে পাঠানো হয়েছে।