সোনাপুর: ২০১৫ সালের পর ২০২২, দীর্ঘ সাত বছর পর পূর্ণ ভবন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সোনাপুর পীযূষকান্তি মুখার্জি মহাবিদ্যালয়ের। ইতিমধ্যেই কলেজ ভবন নির্মাণের প্রস্তাবিত জায়গায় মাটি পরীক্ষার কাজ শুরু করেছে জেলা পূর্ত দপ্তর। সম্ভবত এবছরই ভবন নির্মাণের কাজও শুরু হতে পারে বলে অনুমান প্রশাসনিক কর্তাদের। মাটি পরীক্ষার কাজ শুরু হওয়ায় কলেজের অধ্যাপক, শিক্ষার্থীদের পাশাপাশি খুশি স্থানীয়রাও।
২০১৫ সালে এই মহাবিদ্যালয় অনুমোদন পায়। সোনাপুরের কাছে দক্ষিণ চকোয়াখেতি গ্রামের লক্ষ্মীহাটির মাঠ কলেজ ভবন তৈরির জন্য চিহ্নিত করা হয়। প্রাথমিকভাবে কলেজের পঠনপাঠন শুরু হয় সোনাপুর বি কে হাইস্কুলের কয়েকটি ক্লাসরুম নিয়ে। ২০১৫ সালে ভবন তৈরির প্রস্তাবিত জায়গায় তৎকালীন স্থানীয় বিধায়ক দেবপ্রসাদ রায়ের উদ্যোগে রাজ্যসভার এক সাংসদের টাকায় প্রাচীর নির্মাণ হয়েছিল। তারপর থেকে একটা ইটও গাঁথা হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের পাশপাশি এলাকার স্থানীয় মানুষদের মধ্যেও ক্ষোভ জমা হচ্ছিল।
কলেজ কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ভবন নির্মাণের জন্য উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে তারা দফায় দফায় আলোচনা করেছেন। উচ্চশিক্ষা দপ্তর ভবন নির্মাণের টাকা দেবার জন্য প্রস্তুত। সেজন্য নবান্ন থেকে ড্রয়িং তৈরি করে জেলা পূর্ত দপ্তরে পাঠানো হয়েছে।পূর্ত দপ্তর থেকে ভবন তৈরির প্রস্তাবিত জায়গায় মাটি পরীক্ষা করা শুরু হয়েছে।সেই রিপোর্ট পূর্ত দপ্তর থেকে নবান্নে পাঠানো হলে নবান্ন থেকে সেই রিপোর্ট দেখে স্ট্রাকচারাল ড্রয়িং করা হবে। জেলা প্রশাসন সেই ড্রয়িং অনুযায়ী ডিপিআর (ডিটেল প্রজেক্ট রিপোর্ট) তৈরি করবে। সেই রিপোর্ট দেখেই উচ্চ শিক্ষা দপ্তর ভবন তৈরির আর্থিক অনুদান দেবে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্ণব ব্যানার্জি জানান, প্রাথমিকভাবে তিনতলা ভবন তৈরি হবে। সেই হিসেবেই নকশা তৈরি হয়েছে।