ডিজিটাল ডেস্ক : রাজ্যজুড়ে করোনার সংক্রমণ এখনও যথেষ্ট উদ্বেগজনক। এই অবস্থায় ক্রমাগত অবিবেচকের মতো কাজ করতে দেখা যাচ্ছে এক শ্রেণীর নাগরিককে। কার্যত বহু মানুষকে এখনও দেখা যাচ্ছে, কোভিড বিধিনিষেধ উড়িয়ে দিয়ে মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছেন। তাই তাঁদের আটকাতে এবার পথে নামলেন প্রমিলা বাহিনী। কার্যত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ নম্বর ব্লকে এরকমই ছবি দেখা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ নম্বর ব্লকের সাতমুখী বাজার, দুমকি পূর্বপাড়া, জয়রামখালি, ছোট দুমকি সহ বিভিন্ন এলাকায় এদিন প্রমিলা বাহিনী বিধি-নিষেধ মানার জন্য সাধারণ মানুষকে সচেতন করলেন। মাস্কহীন অসচেতন মানুষ দেখলে প্রমিলা বাহিনী রীতিমত শাসনের সঙ্গে করোনা বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দিলেন। একইসাথে মাস্কহীনদের হাতে তুলে দেওয়া হয়েছে মাস্ক। অন্যদিকে এলাকার স্থানীয় বাসিন্দারা প্রমিলা বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রশাসনের পাশাপাশি যেভাবে এলাকার মহিলারা এবার অসচেতন নাগরিকদের সচেতনতা ফেরাতে পথে নামলেন, তা যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন : দেশে ওমিক্রনে সংক্রামিতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯৬১