সোনাপুর: করোনা আবহে স্কুল বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলছে একাধিক বাণিজ্য়িক প্রতিষ্ঠান সহ সামাজিক অনুষ্ঠান। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার দাবিতে ইতিমধ্যে পথে নেমেছেন পড়ুয়া-অভিভাবক সহ শিক্ষকরা। অন্যদিকে, দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। এই পরিস্থিতিতে এবার স্কুল খোলার দাবিতে অভিনব পথ বেছে নিলেন স্কুল শিক্ষক অসীম দাস। নিজের বিয়ের আসর থেকেই দাবি জানালেন স্কুল খোলার বিষয়ে। তিনি আলিপুরদুয়ার-১ ব্লকের কুমারপাড়া মথুরা বাগান প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত।
আলিপুরদুয়ার-১ ব্লকের সাহেবপোঁতা এলাকার বাসিন্দা অসীম দাস। সোমবার তিনি সাত পাঁকে বাঁধা পড়েন ফালাকাটার বাসিন্দা মনিকা মজুমদারের সঙ্গে। আর সেই বিয়ের আসর থেকেই অভিনব পন্থায় স্কুল খোলার দাবি জানালেন তিনি। দেখা গিয়েছে, ধুতি-পাঞ্জাবি পরে বিয়ের আসরে বসেছিলেন। মাথায় শোভা পাচ্ছে মুকুট। কপালে চন্দন। আর তাঁর একহাতে রয়েছে একটি প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘করোনা স্বাস্থ্যবিধি মেনে আমরা বিয়ে করতে পারলে, অনুরোধ স্কুলগুলো খোলা হোক।’ অন্যদিকে, করোনা সংক্রমণ মোকাবিলায় আগত অতিথিদের মাস্ক পরার বার্তা দিয়ে বিয়ের আসরে ঝোলানো হয়েছে নোটিশও। তাতে লেখা, ’দয়া করে মাস্ক পরে প্রবেশ করবেন।’
পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষকের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিয়ে বাড়িতে উপস্থিত সকলেই। অন্যদিকে, কুর্নিশ জানিয়েছেন শিক্ষানুরাগীরাও।