মেটেলি: জলপাইগুড়ির ধাঁচে এবার কালিম্পং জেলাতেও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন অস্থায়ী বনকর্মীরা। ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার গরুমারার প্রবেশদ্বারে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন অস্থায়ী বনকর্মীরা। রবিবার দুপুরে কালিম্পং জেলার সামসিং কমিউনিটি হলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠক থেকেই গরুমারায় আন্দোলনরত বনকর্মীদের পাশে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, একই দাবিতে এই জেলাতেও আন্দোলন শুরু করার ডাক দেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি বনবিভাগের গরুমারা এলাকায় একাধিক দাবিতে আন্দোলনে নেমেছেন অস্থায়ী বনকর্মীরা। মূলত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, ন্যূনতম মজুরি, এবং বন দপ্তরের কর্মীদের মাঝ থেকে এজেন্সিকে সরানোর দাবিতে আন্দোলন শুরু হয়েছে। সমতলের আন্দোলনের আঁচ এবার গিয়ে পড়ল পাহাড়ে। সংগঠনের নেতৃত্বের দাবি, বন দপ্তরের অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম মজুরি সহ স্থায়ীকরণ করার জন্য এই আন্দোলন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মজুরি দিয়ে সংসার চালানো মুশকিল। এই কারণে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের এই আন্দোলন যুক্তিযুক্ত। তাঁরা সরকারের কাছে আবেদন করেছেন, যাতে তাঁদের দাবি-দাওয়া সরকার সঠিকভাবে বিবেচনা করে। পাশাপাশি কালিম্পং জেলার বনকর্মীরা জলপাইগুড়ির কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। পাহাড়-সমতলে বনকর্মীদের এই আন্দোলন এখন কোন দিকে যায়, সেটাই দেখার।