fbpx

Find us on

এবার সেন্সরের চোখরাঙানি অমর্ত্য সেনের তথ্যচিত্রে
শিরোনাম
সিনেমা ও বিনোদন

কলকাতা, ১২ জুলাইঃ সেন্সর বোর্ডের চোখরাঙানি এবার সুমন ঘোষের তথ্যচিত্র ‘দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান’-এর ওপর। এই তথ্যচিত্রে নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের সাক্ষাত্কারে ‘গোরু, গুজরাত, হিন্দু এবং হিন্দুত্ব’ এই চারটি শব্দ থাকায় আটকে দেওয়া হল এই তথ্যচিত্রের মুক্তি। ভারতীয় সেন্সর বোর্ডের তরফে অর্মত্য সেনের মুখে এই শব্দগুলিকে ‘মিউট’ করতে বলা হয়েছিল ছবির পরিচালককে। এই ধরণের শব্দ তথ্যচিত্রে ব্যবহারে দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার কারণ দর্শিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি সেন্সর বোর্ডের কর্তাদের। কিন্তু পরিচালক সুমন ঘোষ এই শব্দগুলি মিউট করতে রাজি না হওয়ায় ছাড়পত্র মেলেনি সেন্সর বোর্ডের তরফে। অর্মত্য সেনকে নিয়ে তৈরি এক ঘণ্টার এই তথ্যচিত্র নন্দন সহ একাধিক প্রেক্ষাগৃহে আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল।

এবার সেন্সরের চোখরাঙানি অমর্ত্য সেনের তথ্যচিত্রে

Leave a Reply