fbpx

Find us on

মেঘলালের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন
উত্তরবঙ্গ
জলপাইগুড়ি
শিরোনাম

ময়নাগুড়ি, ১০ জানুয়ারিঃ গত সোমবার মৃত্যু হয় গরুমারার বরিষ্ঠ কুনকি হাতি মেঘলালের। তার আত্মার শান্তি কামনায় গরুমারা জঙ্গল লাগোয়া রামশাই এলাকার ফরেস্ট গাইড ও জেএফএমসি কমিটির সদস্যরা বৃহস্পতিবার রামশাই টিকিট কাউন্টারের সামনে মেঘলালের প্রতিকৃতিতে পুস্প নিবেদন করে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদদাতাঃ অর্ঘ্য বিশ্বাস

মেঘলালের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন

Leave a Reply