fbpx

Find us on

ইসলামপুরে রাজনৈতিক সংঘর্ষে মৃত দুই, জখম তিন
উত্তর দিনাজপুর
উত্তরবঙ্গ

ইসলামপুর ও চোপড়া, ১৪ এপ্রিলঃ  রাজনৈতিক সংঘর্ষে শনিবার ইসলামপুরে মৃত্যু হল দু’জনের। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। ইসলামপুর মহকুমা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। মৃতদের নাম বৈশাখু কর্মকার(৫২) ও ফাজিল(৩২)।

ঘটনার সূত্রপাত শুক্রবার রাত থেকেই। কংগ্রেসের অভিযোগ , চোপড়ার লক্ষ্মীপুর এলাকায় শাসকদল তাঁদের প্রার্থীদের মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য হুমকি দিতে থাকে।  শুক্রবার রাতেই ওই এলাকায় দফায় দফায় গুলি চলে বলে অভিযোগ। এদিন সকালে তৃণমূলের বাইক বাহিনী লক্ষ্মীপুরে পৌঁছে কংগ্রেস সমর্থকদের উপরে হামলা চালায় বলে অভিযোগ। চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ১৪টি বাইক সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

চোপড়া ব্লকের কংগ্রেস সভাপতি অশোক রায় বলেন, ‘শাসকদল সন্ত্রাস শুরু করেছে। তাদের আক্রমণে আমাদের কর্মী বৈশাখুবাবুর মৃত্যু হয়েছে।’ চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলেন, ‘আমাদের কর্মীরা মিটিংয়ে যাওয়ার সময় তাঁদের উপর বিরোধিরা হামলা চালায়।’ পুলিশ সুপার শ্যাম সিং বলেন, এলাকায় পুলিশি টহল চলছে। চোপড়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মৃত বৈশাখু কর্মকার আগে থেকেই অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে।’

ইসলামপুরে রাজনৈতিক সংঘর্ষে মৃত দুই, জখম তিন

Leave a Reply