fbpx

Find us on

পড়ুয়াদের হাতে সোয়েটার তুলে দিলেন কালিয়াগঞ্জের পান্ডারা প্রাথমিক স্কুলের শিক্ষকমন্ডলী
উত্তর দিনাজপুর
উত্তরবঙ্গ
শিরোনাম

কালিয়াগঞ্জ, ১১ জানুয়ারিঃ শীতের মরসুমে ঠান্ডার হাত থেকে বাঁচাতে নিজেদের অর্থে পড়ুয়াদের হাতে সোয়েটার তুলে দিলেন কালিয়াগঞ্জের পান্ডারা প্রাথমিক স্কুলের শিক্ষকমন্ডলী। জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্ত এলাকার এই পান্ডারা প্রাথমিক স্কুলের দরিদ্র পরিবারের পড়ুয়াদের পক্ষে সোয়েটার পড়ে স্কুলে আসা সম্ভব হয়না। তাই তাদের হাতে সোয়েটার তুলে দেওয়ার এই মানবিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে ৭৬ জন পড়ুয়ার হাতে নিজেদের বেতনের অর্থ দিয়ে সোয়েটার তুলে দেন প্রধান শিক্ষক শুভব্রত চক্রবর্তী, সহ শিক্ষক বঙ্কিম সরকার, সুজিত চাট্টার্জি, লাবন্য রায় ও শিক্ষিকা মিঠু দে বোস। এই মানবিক অনুষ্ঠানে হাজির ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, যুগ্ম বিডিও পরিমল দাস, জেলা পরিষদ সদস্য কমল সরকার, ব্লক মিড ডে মিল বিভাগের কর্মী উৎপল সেন, শ্রীহরি রায় ও শংকু কুন্ডু সহ আরও অনেকে।

সংবাদদাতাঃ সুচন্দন কর্মকার

পড়ুয়াদের হাতে সোয়েটার তুলে দিলেন কালিয়াগঞ্জের পান্ডারা প্রাথমিক স্কুলের শিক্ষকমন্ডলী

Leave a Reply