নাগরাকাটা: সবকিছু ঠিকঠাক থাকলে ৬ জুলাই উদ্বোধন হবে লুকসানের নবনির্মিত ১০ শয্যার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। বুধবার ওই স্বাস্থ্যকেন্দ্রের নির্মিত ভবন পরিদর্শনে যান জলপাইগুড়ির (Jalpaiguri) মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার সহ অন্য স্বাস্থ্য আধিকারিকরা। স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি (জনস্বাস্থ্য) ডাঃ সুশান্ত রায় বলেন, ‘লুকসানের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। ৬ জুলাই উদ্বোধনের পরিকল্পনা স্বাস্থ্য দপ্তরের রয়েছে।’
এতদিন ৬টি চা বাগান ঘেরা লুকসানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকলেও শয্যার কোনও ব্যবস্থা ছিল না। কেবলমাত্র বহির্বিভাগের পরিষেবাই স্থানীয়রা পেতেন। এর ফলে প্রায় ৫০ হাজার বাসিন্দাকে জরুরিকালীন প্রয়োজনে চিকিৎসার জন্য দুর্ভোগ পোহাতে হত। আপার চ্যাংমারি, লালঝামেলা বস্তী, আপার লুকসান, আপার গাঠিয়ার মতো ভুটান সীমান্তের প্রত্যন্ত এলাকার মহিলাদের প্রাতিষ্ঠানিক প্রসবের একমাত্র ভরসা ২০-২৫ কিলোমিটার দূরের সুলকাপাড়া গ্রামীণ হাসপাতাল। ফলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত চালু করে দেওয়ার জন্য সেখানে জনমতও ক্রমশ সংগঠিত হচ্ছিল। অবশেষে স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেত মেলার খবরে লুকসানে এখন খুশির হাওয়া ছড়িয়েছে। এলাকার দুই পঞ্চায়েত সদস্য কাজী পাণ্ডে ও উত্তম বড়ুয়া বলেন, ‘মানুষের দাবিতে সহানুভূতিশীল রাজ্য সরকার সাড়া দেওয়ায় প্রত্যেকেই কৃতজ্ঞ থাকবো। এটা অত্যন্ত জরুরি ছিল।’ লুকসান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঝাঁ চকচকে নয়া ভবনটি তৈরি করেছে পূর্ত দপ্তর। সম্প্রতি তা স্বাস্থ্য দপ্তরের কাছে হস্তান্তরিত হয়ে গেছে। চলে এসেছে বেড থেকে শুরু করে অন্যান্য সরঞ্জাম। দু’জন চিকিৎসক, কয়েকজন নার্স ও গ্রুপ ডি কর্মীদের নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে।
আরও পড়ুন : ব্যাগ বাঁচাতে গিয়ে ট্রেন থেকে ছিটকে নদীতে যাত্রী, পরে উদ্ধার