পানাজি: ফের তিনদিনের গোয়া সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৩ থেকে ২৬ জানুয়ারি তাঁর এই সফর হওয়ার কথা। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা ভোট। সেই ভোটে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে রবিবার বিকেলে গোয়ার উদ্দেশ্যে রওনা হতে পারেন অভিষেক।
ইতিমধ্যেই মোট ৪০টি বিধানসভা আসনের মধ্যে ১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। সম্প্রতি নিজের গোয়া সফরে প্রার্থী তালিকার সঙ্গে রাজ্য থেকে ব্লক সংগঠনের পদাধিকারিকদের নাম ঘোষণা করেছেন অভিষেক। যেহেতু মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে তৃণমূলের জোট রয়েছে। তাই তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বাকি আসনগুলিতে প্রার্থী দেওয়া হবে বলে সূত্রের খবর।