ডালখোলা: লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল ডালখোলা থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ডালখোলা থানার মহম্মদপুরের নির্মীয়মাণ বাইপাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম, এসতবে আলি (২৮)। বাড়ি করণদিঘি থানার কান্তিরপার এলাকায়।
পুলিশ সূত্রের খবর, ব্রাউন সুগার মুর্শিদাবাদ জেলার ওমরপুর থেকে ডালখোলায় আনা হচ্ছিল। ধৃতের কাছ থেকে ৩৩০ গ্রাম ব্রাউন সুগার ও একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ অবৈধভাবে বালি চুরির অভিযোগ