ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই সামনে এসেছে উত্তর কোরিয়ায় করোনা (CORONA) ছড়িয়ে পড়ার খবর। উত্তর কোরিয়াতে গত দু’বছর যাবৎ কিন্তু সেভাবে করোনা আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু এবার আর কোনভাবেই আটকানো গেল না করোনাকে। সূত্রের খবর, উত্তর কোরিয়ায় করোনা সংক্রামিত হয়ে প্রথম মৃত্যু হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে, উত্তর কোরিয়াতে প্রচুর মানুষ এই মুহূর্তে করোনা সংক্রমিত। সূত্রের খবর, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন (OMICRON)। যার ফলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেখানে লকডাউন প্রস্তুতি। কার্যত উত্তর কোরিয়ায় সংক্রমণ ঠেকাতে বিধি-নিষেধ জারি করার জন্য একটি বৈঠক ডাকা হয়েছিল। যেখানে কিম জং উনকে প্রথমবার মাস্ক পড়তে দেখা গিয়েছে। এই মুহুর্তে উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি যথেষ্ট সংকটজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে, পার্কে ভেঙে পড়ল ওয়াটারস্লাইড