মেখলিগঞ্জ: ছেলের অসুস্থতার সুযোগে বৌমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। অভিযোগ, বিয়ের প্রস্তাবে সায় না দেওয়ায় ছেলের বৌ-কে নির্যাতন করার পাশাপাশি মারধর করা হয়। এছাড়াও অশ্লীল আচরণেরও অভিযোগ ওঠে। ঘটনার প্রেক্ষিতে বুধবার শ্বশুর মুজিবর রহমান সহ চারজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে কুচলিবাড়ি থানায়। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
গৃহবধূ জানিয়েছেন, বছর পাঁচেক আগে তাঁর বিয়ে হয়। শুরুর দিকে সব ঠিকঠাক থাকলেও মাস কয়েক আগে মানসিক ভারসাম্য হারান তাঁর স্বামী। সেই সুযোগে তাঁর শ্বশুর বিয়ের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে সায় না দেওয়ায় মঙ্গলবার তাঁকে গাছে বেঁধে মারধর করার পাশাপাশি মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করা হয়। তিনি আশ্রয় নেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা হাসনা বিবির বাড়িতে। খবর পেয়ে গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা তাঁকে উদ্ধার করার পাশাপাশি কুচলিবাড়ি থানায় দায়ের অভিযোগ করেন। অন্য়দিকে, ঘটনার পরই গা ঢাকা দেন গৃহবধূর শ্বশুর সহ পরিবারের সদস্য়রা। কুচলিবাড়ি থানার তরফে জানানো হয়েছে অভিযোগের প্রেক্ষিতে শুরু হয়েছে ঘটনার তদন্ত।