সানি সরকার, শিলিগুড়ি: শালবাড়ির ইলা পাল চৌধুরী স্কুলকে সরকারি কোয়ারান্টিন সেন্টার করার সিদ্ধান্তে প্রতিবাদে সরব হলেন চা শ্রমিকরা। শুক্রবার কাজ বন্ধ রেখে মোহরগাঁ-গুলমা চা বাগানের কয়েকশো শ্রমিক স্কুলের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন।
তাঁদের বক্তব্য, স্কুলকে কোয়ারান্টিন সেন্টার বানানো হলে এলাকায় করোনা সংক্রমণ ঘটবে। এই বিষয়ে আদিবাসী নেতা রাজেশ টোপ্পো বলেন, কোনওভাবেই স্কুলে কোয়ারান্টিন সেন্টার করতে দেওয়া হবে না। সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
মাটিগাড়ার বিডিও রুনু রায় জানান, তাঁদের তরফে চা শ্রমিকদের বোঝানোর চেষ্টা চলছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই মাটিগাড়ায় হরসুন্দর স্কুলকে কোয়ারান্টিন সেন্টার তৈরি করা নিয়ে প্রতিবাদে সরব হন এলাকাবাসী। খবর পেয়ে মাটিগাড়া থানার ওসি সহ পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। এলাকায় উত্তেজনা তৈরি হয়। এরপর আজ ফের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।