হলদিবাড়ি: লটারি খেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জে। উত্তেজিত জনতার রোষে ভাঙল লটারি খেলার মঞ্চ থেকে চেয়ার, টেবিল, ব্যারিকেট। হলদিবাড়ি থানার আইসি ডিজি ভুটিয়ার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি জটিল হতেই খেলার মঞ্চ ছেড়ে পালিয়ে যান কমিটির লোকজন।
স্থানীয়রা জানিয়েছেন, শারীরিক প্রতিবন্ধীদের সাহায্যার্থে হেমকুমারী প্রান্তিক রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা একটি লটারি খেলার আয়োজন করে। বৃহস্পতিবার রাতে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ পুলিশ আউট পোস্ট সংলগ্ন দেওয়ানগঞ্জ হাই স্কুলের উন্মুক্ত মঞ্চে এই খেলার আয়োজন করা হয়। ১০০ টাকার টিকিটের বিনিময়ে চারচাকার গাড়ি, বাইক সহ লোভনীয় পুরস্কার রাখা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রথম পুরস্কারের খেলা পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে। খেলার জন্য নির্ধারিত টিকিট সংখ্যার অধিক নম্বরে প্রথম পুরষ্কার লাগে। এতেই সমস্যার সূত্রপাত।