বর্ধমান: বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হল ছেলে। ধৃতের নাম সুরজিৎ সরকার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার চোৎখণ্ড গ্রামে।পুলিশ জানিয়েছে, সম্পত্তি নিয়ে বাবা বাসুদেব সরকারের সঙ্গে ছেলে সুরজিৎ-এর বেশ কিছুদিন ধরে বিবাদ চলছে। মাঝেমধ্যেই সুরজিৎ তাঁর বাবাকে মারধর করতো বলে অভিযোগ। গত সোমবার সকালে ছেলের সঙ্গে বাবার ফের বচসা বাধে। অভিযোগ, ওই সময়ে ছেলে অশ্লীল ভাষায় তাঁর বাবাকে গালিগালাজ করলে তার বাবা প্রতিবাদ করে। এরপরেই সুরজিৎ লাঠি দিয়ে তাঁর বাবাকে ব্যাপক মারধর করে, এমনকি তাঁর বাবার হাতের একাধিক জায়গায় ঝাঁটার কাঠি ফুটিয়ে দেয়। এরপরই বৃদ্ধ তাঁর ছেলের অত্যাচারের কথা জানিয়ে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ছেলেকে গ্রেপ্তার করে। এদিন ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়।
ফালাকাটায় একাধিক দাবিতে সরব আদিবাসী সংগঠন
ফালাকাটা: জমির পাট্টা প্রদান, আদিবাসী চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি, সমস্ত শিক্ষিত আদিবাসী যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, সরকারি প্রকল্পে গৃহ নির্মাণ...
Read more