মুম্বই : গ্রুপে চিন, চিনা তাইপের মতো শক্তিশালী প্রতিপক্ষ। অপেক্ষাকৃত সহজ প্রতিদ্বন্দ্বী বলতে ছিল ইরান। তাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র। জয়ে সহজ সুযোগ যে হাতছাড়া হল তা একবাক্যে মানছেন ভারতীয় মহিলা ফুটবল দলের কোচ থমাস ডেনারবি। তাঁর কথায়, ম্যাচের ফলাফল সত্যি হতাশাজনক। ম্যাচ জিততে গেলে গোল করতে হবে। টেকনিক্যাল স্কিলের দিক থেকে সবকিছু করেও আমরা গোল করতে পারিনি।
২৩ জানুয়ারি ভারতের পরবর্তী ম্যাচ চিনা তাইপের বিরুদ্ধে। যারা প্রথম ম্যাচে শক্তিশালী চিনের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হয়েছে। আপাতত ইরান ম্যাচকে ভুলে চিনা তাইপের বিরুদ্ধে মনঃনিবেশ করতে চাইছে ডেনারবির ভারত। সুইডিশ কোচের বার্তা, ইরান ম্যাচ এখন অতীত। আমরা ফলাফল তো আর বদলাতে পারব না। যা হওয়ার হয়ে গিয়েছে। আমাদের এখন চিনা তাইপের বিরুদ্ধে ভালো খেলাই লক্ষ্য। যেভাবে হোক সেই ম্যাচে পয়েন্ট অর্জন করতে হবে।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক স্ট্র্যাটেজিতে চমকে দিয়েছিল ইরান। তাদের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। সেই সময় মাথা ঠান্ডা রেখে যেভাবে ইরানের আক্রমণ সামাল দিয়েছেন ভারতের ডিফেন্সে থাকা আশালতা দেবী, মণীষা পান্নারা, তাতে খুশি ডেনারবি। তাঁর কথায়, ইরান শুরুতে যেরকম আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিল, তাতে বেশ অবাক হয়েছি। তবে দলের রক্ষণভাগ দারুণ খেলেছে।
আক্রমণভাগে বালা দেবীর মতো অভিজ্ঞ মুখের অভাব ভারতীয় দল টের পাচ্ছে বলে মত বাইচুং ভুটিয়ার। প্রাক্তন ভারত অধিনায়কের কথায়, বালা দেবীর অভাব প্রথম ম্যাচে বেশ চোখে পড়েছে। তবে চোটআঘাত সমস্যা থাকবেই। আমার বিশ্বাস, অন্যরা বালা দেবীর অভাব পরের ম্যাচে বুঝতে দেবে না। ভারতের লড়াকু মানসিকতারও প্রশংসা করেছেন পাহাড়ি বিছে।