ডিজিটাল ডেস্ক: বলিউডের সেলিব্রিট্রিদের নিয়ে আগ্রহ সবসময়েই থাকে। তাঁদের বিয়ে, তাঁদের পরিবার সবটাই থাকে লাইমলাইটে। এবার জোর গুজব উঠেছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) নিয়ে। প্রসঙ্গত, কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে ক্যাটরিনা কাইফ নাকি অন্তঃসত্ত্বা। অনেকেই মনে করেন, প্রেগনেন্সি এলে তারকাদের ঢিলেঢালা পোশাক পড়তেই দেখা যায়। কিন্তু এবার ক্যাটরিনা কাইফকে দেখা যাচ্ছে ঢিলেঢালা পোশাকে। যথারীতি দুইয়ে দুইয়ে চার করেছেন অধিকাংশ। যদিও এই অনুমানকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন ভিকি কৌশলের মুখপাত্র। তিনি স্পষ্ট জানিয়েছেন, ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা নন। কিন্তু তাতেও এই গুঞ্জন থামবে কিনা তা অবশ্য এখনই বলা যাচ্ছেনা।
আরও পড়ুন: ক্রিকেটার এম এস ধোনি কি এবার সিনে দুনিয়ায় পা রাখছেন?