ফাঁসিদেওয়া, ১১ ডিসেম্বরঃ ভিলেজ পুলিশের এক কর্মীকে পথ আটকে মারধরের ঘটনায় পুলিশ ১ জনকে গ্রেপ্তার করল। ধৃত রাজকুমার সিংহ (৩০) ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর সংলগ্ন ময়লানিজোত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
অভিযোগ, শুক্রবার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের বাসিন্দা তথা ফাঁসিদেওয়া থানার ভিলেজ পুলিশ সঞ্জয় সিংহ বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর পথ আটকে দু’জন লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে। ঘটনার খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। এদিনের শেষ পাওয়া খবর অনুযায়ী ওই ভিলেজ পুলিশ চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাতে দুষ্কৃতীর হাতে আক্রান্ত ভিলেজ পুলিশের বাবা ঘোষপুকুর ফাঁড়িতে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এদিন পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ একইসঙ্গে, ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ৫ দিনের পুলিশি হেপাজতে নেওয়ার আর্জি জানিয়ে এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত কিনা তা নিয়ে পুলিশ তদন্ত করছে।