দিনহাটা: ‘পাড়ায় পাড়ায় পাঠশালা নয়, ক্লাসরুমভিত্তিক পঠনপাঠন চালু হোক’ এই দাবিকে সামনে রেখে এবং সর্বনাশা জাতীয় শিক্ষানীতি ২০২০ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দিনহাটা মহকুমাশাসকের দপ্তরের প্রধান গেটে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির দিনহাটা শাখার সদস্যরা। সংগঠনের দিনহাটা শাখার সদস্য তথা বিশিষ্ট শিক্ষক পবিত্র পাল জানান, জাতীয় শিক্ষানীতি ২০২০ চালুর মধ্য দিয়ে কেন্দ্র সরকার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বেসরকারিকরণ এবং গৈরিকীকরণ করতে চাইছে। পাশাপাশি দীর্ঘ দুই বছর ধরে স্কুল-কলেজ বন্ধ থাকার ফলে শিক্ষা ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে। তাই অবিলম্বে স্কুল-কলেজ খোলার ব্যবস্থা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন তিনি। সেইসঙ্গে এদিন দিনহাটা মহকুমাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি ডেপুটেশনও দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য তথা বিশিষ্ট শিক্ষক আনোয়ার রহমান, মোস্তফা আলি, নির্মল কুমার রায়, অজয় দাস, কমিটির দিনহাটা শাখার সম্পাদক ধনঞ্জয় চক্রবর্তী প্রমুখ।
আরও পড়ুন : স্বনির্ভরতার লক্ষ্যে যুবকদের মোটর ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা বিএসএফের