ফালাকাটা: সুস্থ থাকতে হাঁটার বার্তা কলেজ ছাত্রী পূজার। শিলিগুড়ির পোড়াঝাড়ের মেয়ে পুজা খেলাধুলোয় ভালো বলেই ফালাকাটা কলেজের ফিজিক্যাল এডুকেশনে ভর্তি হন। গত এপ্রিল মাসে রাঁচিতে নবম ইন্ডিয়ান ওপেন হাঁটা প্রতিযোগিতায় ৩৫ কিমি ইভেন্টে রাজ্যের মধ্যে একমাত্র পূজাই শামিল হন৷ জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় পঞ্চম স্থান দখল করেন পূজা। আর গত ৭ মে কলকাতায় স্টেট অ্যাথেলিট চ্যাম্পিয়শিপে ওয়াকিং রেসে ২ ঘন্টা ১২ মিনিট ৫১ সেকেন্ডে ২০ কিমি হেঁটে দ্বিতীয় হন ফালাকাটা কলেজের এই ছাত্রী। জোড়া সাফল্যের পর এদিন কলেজে আসেন পুজা।
কলেজ কর্তৃপক্ষের তরফে অধ্যক্ষ ডঃ হীরেন্দ্রনাথ ভট্টাচার্য ফুলের তোড়া দিয়ে পূজাকে সংবর্ধনা জানান। হাঁটা যে শরীরচর্চার পক্ষে কতটা গুরুত্বপূর্ণ উপস্থিত সকলকে তা বুঝিয়ে দেন পূজা। তাঁর কথায়, ‘সহপাঠিদের বলব, পড়াশোনার পাশাপাশি সবাই নিয়মিত যেন হাঁটে। এই নিয়মিত হাঁটা প্রতিযোগিতার মধ্যে না পড়লেও সুস্থ শরীরের জন্য ভীষণ প্রয়োজন।