ডিজিটাল ডেস্কঃ কার্যত রাজ্যের আর্থিক ভাঁড়ার প্রায় তলানিতে বলে দীর্ঘদিন ধরে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Chief Minister Mamata Banerjee) আর এবার মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করলেন বিস্ফোরক অভিযোগ। তিনি জানিয়েছেন, বিধানসভায় বিধায়কদের কোন বিল জমা নেওয়া হচ্ছে না। তার কারণ খরচ মেটানোর টাকা নেই রাজ্যের। কার্যত রাজ্যের চূড়ান্ত আর্থিক সংকটের কারণে অনেকেরই পাওনা বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। পাশাপাশি তাঁর আরও অভিযোগ রাজ্যজুড়ে খেলা, মেলা এবং ভোট ব্যাংক তৈরি করার কারণে রাজ্যের তহবিলকে ধ্বংস করা হচ্ছে। তিনি আরও জানান, এই প্রথমবার সরকারি কর্মীরা জানুয়ারি মাসের ডিএ পাননি। অন্যদিকে বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে বিভিন্ন কমিটির বৈঠক স্থগিত থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। রাজ্যের আর্থিক সংকট নিয়ে যে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা, তা যে একেবারে ভুল নয় তা মেনে নিচ্ছেন রাজনৈতিক মহলের অনেকেই।
আরও পড়ুনঃ অবাধ ও শান্তিপূর্ণ পূরভোটের আবেদন অধীরের