ডিজিটাল ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো অব্যাহত। কার্যত এই যুদ্ধে সেনার পাশাপাশি প্রাণ হারিয়েছে অনেক সাধারণ মানুষ। আর এবার ইউক্রেনীয় নাগরিককে হত্যার অভিযোগে এক রুশ সেনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রথম শুনানি শুরু হলো ইউক্রেনের আদালতে। অভিযোগ উঠেছে, কিভের আগে চুপাকিভকা গ্রামে রীতিমতো হত্যালীলা চালিয়েছিল রুশ সেনারা। তার মধ্যেই ছিল অভিযুক্ত রুশ সেনা ভাদিম শিশিমারিন। প্রসঙ্গত, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি জারি থাকা অবস্থায় রুশ সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের করা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাশিয়ার তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, ইউক্রেনের আদালতে যে যুদ্ধাপরাধের মামলা চলছে, সে ব্যাপারে তাঁদের কিছু জানা নেই। সব মিলিয়ে এই মামলার শুনানি কোন পথে এগোয়, সে দিকেই নজর থাকছে আন্তর্জাতিক মহলের।
আরও পড়ুন : শপথ গ্রহণের পর ভারতকে কি বার্তা দিলেন রনিল বিক্রমসিংহে?