ডিজিটাল ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই গোয়ার দিকে নজর দিয়েছে তৃণমূল। আগামী মাসেই গোয়া বিধানসভা নির্বাচন। আর এই পরিস্থিতিতে তৃণমূল ক্রমশ সুর চড়াচ্ছে গোয়ার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। আর এবার গোয়ার তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে দিল্লীতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বলে জানা যাচ্ছে। তৃণমূলের অভিযোগ, গোয়াতে ভোট এগিয়ে আসার সাথে সাথে বিজেপি বিভিন্ন ভাবে তৃণমূলকে বাধা দিচ্ছে। রীতিমতো তথ্য প্রমাণ সহ তৃণমূল নালিশ জানাতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে। সূত্রের খবর, বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূলের চার প্রতিনিধিদল মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের সঙ্গে দেখা করতে চলেছেন বৃহস্পতিবার। পাশাপাশি তৃণমূলের অভিযোগ গোয়ার পুলিশ নিরপেক্ষ আচরণ করছেনা। তৃণমূলের অভিযোগ শুনে নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার।
অনুব্রতর চিকিৎসা সংক্রান্ত তথ্য জানতে এবার আরটিআই করলেন অনুপম হাজরা
ডিজিটাল ডেস্কঃ গরু পাচার কাণ্ড ও ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে বহুবার তলব করেছে সিবিআই। কিন্তু...
Read more