ডিজিটাল ডেস্ক : গুজরাতে কয়েকদিন যাবত ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলকে নিয়ে। কার্যত তিনি কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলেছেন কিছু ক্ষেত্রে। আর তারপরেই তাঁ দল ছাড়ার গুঞ্জন আরও ব্যাপক আকার ধারণ করেছে। অন্যদিকে হার্দিক প্যাটেলকে ইতিমধ্যেই আম আদমি পার্টিতে স্বাগত জানালেন গুজরাট রাজ্যের প্রধান গোপাল ইতালিয়া। শুক্রবার তিনি বলেন, হার্দিক প্যাটেলের সমমনস্ক দল হল আম আদমি পার্টি। কার্যত ইতালিয়া স্পষ্ট ভাষায় বলেন, কংগ্রেসের মতো দলে হার্দিক প্যাটেলের মত নিবেদিত প্রাণ মানুষের জায়গা হবেনা। অন্যদিকে হার্দিক প্যাটেল অবশ্য কংগ্রেস ছাড়ার গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, তিনি কংগ্রেসেই থাকবেন এবং কাজ করবেন দলের সবাই একসাথে। তবে হার্দিক প্যাটেল কংগ্রেসে থাকার দাবি করলেও বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন, রাজনীতির জগতে যে কোন মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। সে ক্ষেত্রে কে যে কোন দলে যাবে, তা এখন থেকে বলা মুশকিল।
আরও পড়ুন : ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ