fbpx

Find us on

সোমবার দেশে ফিরছে ৩৯ ভারতীয়র দেহ
দেশ
প্রথম পাতা

বাগদাদ, ১ এপ্রিলঃ ইরাকে আইএসের হাতে  নিহত ৩৯ জন ভারতীয়র দেহ সোমবার দেশে ফিরিয়ে আনা হবে। ইরাকে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রদীপসিং রাজপুরোহিত জানিয়েছেন, বাগদাদ বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে দেহগুলি ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

২০১৪ সালে ইরাকের মসুল শহরের দখল নেয় আইএস। সেই সময় তাদের হাতে ৪০ জন ভারতীয় নির্মাণ কর্মী অপহৃত হন। তাঁদের মধ্যে একজন জঙ্গিদের কবল থেকে পালিয়ে আসতে সফল হন। বাকিদের পরিণতি নিয়ে দীর্ঘদিন জল্পনা চলছিল। গত বছর ইরাকি সেনা মসুল পুনর্দখল করার পর শহরে বেশ কয়েকটি গণকবরের খোঁজ মিলেছিল। সেখানেই ৩৯ জন ভারতীয়র দেহের সন্ধান পাওয়া যায়।                                                                                                     

সোমবার দেশে ফিরছে ৩৯ ভারতীয়র দেহ

Leave a Reply