fbpx

Find us on

শেষ পুল ম্যাচে হকিতে ২০-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল ভারত
খেলা
প্রথম পাতা

জাকার্তা, ২৮ অগাস্টঃ এশিয়ান গেমস হকিতে পুলের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ২০-০ গোলে হারালেন সর্দাররা।

শ্রীলঙ্কা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। প্রথম কোয়ার্টারে ৫-০ গোলে এগিয়ে ছিল ভারত। ফিল্ড গোল তো ছিলই, তার সঙ্গে একের পর এক পেনাল্টি কর্নার থেকে গোল তুলে নেন সর্দাররা। দ্বিতীয় কোয়ার্টারের শেষে স্কোর ছিল ৭-০।

তৃতীয় কোয়ার্টারে ৭ গোল আসে। যার মধ্যে ফিল্ড গোলই ছিল বেশি। ২টি গোল আসে পেনাল্টি কর্নার থেকে। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রুপিন্দর পাল সিং। পেনাল্টি কর্নার থেকে আসে তাঁর তৃতীয় গোল। শেষ ২ মিনিটে ২টি গোল করেন ললিত উপাধ্যায়। শেষ পর্যন্ত স্কোর দাঁড়ায় ২০-০। ৬ গোল করেন আকাশদীপ সিং। হ্যাটট্রিক করেন রুপিন্দর পাল সিং, হরমনপ্রীত সিং এবং মনদীপ সিং। ১টি করে গোল করেছেন দিলপ্রীত, অমিত এবং বিবেক। ৫ ম্যাচে মোট ৭৬ গোল করার নজির গড়ল ভারত।

শেষ পুল ম্যাচে হকিতে ২০-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল ভারত

Leave a Reply