Find us on

তুফানগঞ্জে পথ দুর্ঘটনায় আহত ২
কোচবিহার
শিরোনাম

তুফানগঞ্জ, ৭ ডিসেম্বরঃ বৃহস্পতিবার সকালে তুফানগঞ্জে পথ দুর্ঘটনায় আহত হোলেন ২ জন। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার অন্তর্গত বলরামপুর চৌপথী এলাকায় ৩১ নং জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল প্রায় ১১ টা নাগাদ কোচবিহার থেকে তুফানগঞ্জের দিকে আসছিল অসম সরকারের একটি বাস। বলরামপুর চৌপথী এলাকায় গাড়িটি এসে দাঁড়ায়। সেই সময় একই দিক থেকে তুফানগঞ্জের একটি বেসরকারী বাস আসছিল। অসমের গাড়িটিকে সঠিক ভাবে লক্ষ করতে না পেরে তার পেছনে ধাক্কা মারে সেই বেসরকারী বাসটি। এই ঘটনাটি দেখা মাত্রই স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে। উদ্ধার কাজে হাত লাগায় তারা। গাড়ি থেকে আতঙ্কিত যাত্রীরা তড়িঘড়ি নেমানো হয়। এবং আহতদের স্থানীয় এক ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসাও করান হয়। আহতদের নাম এখনও জানা যায়নি।

সংবাদদাতাঃ রাজীব বসাক

তুফানগঞ্জে পথ দুর্ঘটনায় আহত ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *