fbpx

Find us on

বক্সিরহাটে পথ দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রীর
উত্তরবঙ্গ
কোচবিহার

বক্সিরহাট, ৭ এপ্রিলঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। শনিবার বক্সিরহাট থানার লাঙ্গলগ্রামের ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রীর নাম শর্মিষ্ঠা বৈদ্য (২০)। বাড়ি বক্সিরহাট থানার দেবগ্রামে। সে তুফানগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

শনিবার বিকেলে বাড়ি থেকে অটোতে করে তুফানগঞ্জে টিউশন পড়তে যাচ্ছিল শর্মিষ্ঠা। লাঙ্গলগ্রামের ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোটির সংঘর্ষ হয়। সেই সময় অটো থেকে ছিটকে বাইরে পড়ে যায় শর্মিষ্ঠা। রক্তাক্ত জখম অবস্থায় তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। সেখানে মৃত্যু হয় শর্মিষ্ঠার।

খবর পেয়ে ঘটনাস্থলে বক্সিরহাট থানার পুলিশ গিয়ে অটোটিকে আটক করেছে। চালক পলাতক।

সংবাদদাতাঃ তপন আইচ

বক্সিরহাটে পথ দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রীর

Leave a Reply