fbpx

Find us on

ফের হলিউডের ছবিতে দীপিকা
শিরোনাম
সিনেমা ও বিনোদন

মুম্বই, ৩ সেপ্টেম্বরঃ প্রিয়াঙ্কা চোপড়ার মতো হলিউডে আগেই পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোনও। ভিন ডিজেলের বিপরীতে হলিউড ফিল্ম ‘ট্রিপিল এক্স: দ্যা রিটার্ন অফ জেন্ডার কেজ’-এর মাধ্যমে হলিউডে যাত্রা শুরু করেছিলেন দীপিকা। শোনা যাচ্ছে এখন ট্রিপল এক্সের চতুর্থ পর্বেও নাকি দেখা যাবে তাঁকে। দীপিকার ট্রিপিল এক্স ফোরে থাকার কথা স্বীকার করে নিয়েছেন খোদ পরিচালক ডি জে কারুসো। জানা গিয়েছে, আগামী সপ্তাহেই গোটা ট্রিপিল এক্সের টিম একসঙ্গে দেখা করবে এবং কাজের বিষয়ে আলোচনা করবে।

ফের হলিউডের ছবিতে দীপিকা

Leave a Reply