fbpx

Find us on

বাম হাতের বদলে ডান হাতে হল প্লাস্টার
উত্তরবঙ্গ
জলপাইগুড়ি
শিরোনাম

জলপাইগুড়ি, ২৮ অগাস্টঃ বাম হাত ভাঙলেও প্লাস্টার হয়েছে ডান হাতে। এরকমই ভুল চিকিৎসার অভিযোগ উঠল জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে।

রবিবার সকালে পড়ে গিয়ে হাতে ব্যথা পায় জলপাইগুড়ির সঞ্জয় নগর কলোনির বাসিন্দা রণবীর দাস(৫)। এরপর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হাত ভেঙে গিয়েছে রণবীরের। প্লাস্টার করার পরামর্শ দেন চিকিৎসক।

প্লাস্টার করিয়ে বাড়ি ফেরে রণবীর। কিন্তু, রাতের দিকে হাতে অসহ্য যন্ত্রণা শুরু হয়। এরপর আজ এক ফের সুপার স্পেশালিটি হাসপাতালে রণবীরকে নিয়ে যাওয়া হলে এক্সরেতে দেখা গিয়েছে, শিশুর বাম হাত ভেঙেছে। কিন্তু, চিকিৎসকরা তার ডানহাতে প্লাস্টার করেছে।
এরপর ঘটনাটি জানাজানি হতেই শিশুর ডান হাতের প্লাস্টার খুলে বাম হাতে প্লাস্টার করে দেয় চিকিৎসক। জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার জানান, ঘটনার সত্যতা যাচাই করা হবে।

 

বাম হাতের বদলে ডান হাতে হল প্লাস্টার

Leave a Reply