fbpx

Find us on

বিক্রি হতে চলেছে ‘আইকনিক’ আরকে স্টুডিও
দেশ
প্রথম পাতা
সিনেমা ও বিনোদন

মুম্বই, ২৬ অগাস্টঃ বলিউডের ঐতিহাসিক আরকে স্টুডিও বিক্রি হতে চলেছে। কাপুর পরিবার যৌথভাবে স্টুডিওটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ঋষি কাপুর স্বয়ং। তিনি জানান, আবেগ বিজড়িত আরকে স্টুডিওটি গত কয়েকবছর ধরে লোকসানে চলছে। সেজন্যই এটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইকনিক স্টুডিওটি কবে বিক্রি করা হবে তা স্পষ্ট করেননি ঋষি কাপুর। তাঁর কথায়, স্টুডিওটি বিক্রি করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আগামী দুদিনের মধ্যেও এটি বিক্রি হতে পারে। আবার কয়েক মাস বা বছরও লেগে যেতে পারে।

বিক্রি হতে চলেছে ‘আইকনিক’ আরকে স্টুডিও

Leave a Reply