
মানিকচক, ৩ এপ্রিলঃ প্রার্থী বাছাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হলেন এক ব্যক্তি। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ গিয়ে জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মুজিবর শেখ (৪৫)। বাড়ি মানিকচক থানার জালালপুর গ্রামে।
মঙ্গলবার ১১৩ নম্বর বুথের প্রার্থী বাছাইয়ের সময় তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠী মুজিবর শেখের নাম ঘোষণা করেন। কিন্তু অপর গোষ্ঠী এই সীদ্ধান্তে রাজি না হওয়ায় বিবাদ বাধে। তা ক্রমশ হাতাহাতিতে পৌঁছায়।
ঘটনায় মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন মুজিবর শেখ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।
সংবাদদাতাঃ আবু কালাম আজাদ
Leave a Reply