fbpx

Find us on

উত্তরপ্রদেশে গ্রেফতার ৫০ দুষ্কৃতী
দেশ
প্রথম পাতা

লখনউ, ৭ অগাস্টঃ দুষ্কৃতীদের ধরতে অপারেশন অলআউট শুরু করল উত্তরপ্রদেশ পুলিশ। সোমবার আমেঠি পুলিশ ৫০ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে। জানা গিয়েছে অভিযুক্তরা খুন, পণের দাবিতে হত্যা সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এই বিষয়ে অ্যাডিশনাল পুলিশ সুপার বি সি দুবে জানিয়েছেন, ‘দুষ্কৃতী বিরোধী অভিযান চালাতে শুরু হয়েছে অপারেশন অলআউট। ১১টি থানার পুলিশ অফিসারদের সাহায্যে ৫০ জন দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।’ আমেঠিতে মোট ১৪টি থানা আছে। এরমধ্যে একটি মহিলা থানাও রয়েছে।

উত্তরপ্রদেশে গ্রেফতার ৫০ দুষ্কৃতী

Leave a Reply