Find us on

আফগান টেস্টে বাদ আনফিট সামি, দলে সুযোগ পেলেন নবদীপ
খেলা

বেঙ্গালুরু, ১১ জুনঃ  বাইশ গজেও সময়টা ভালো কাটছে না মহম্মদ সামির। পারিবারিক বিতর্কের পর আইপিএলে বল হাতে সাদামাটা কেটেছে বাংলার রনজি পেসারের। আফগান টেস্টের দল থেকেও ছিটকে গেলেন। প্রাথমিক স্কোয়াডে নির্বাচিত হলেও ইয়ো ইয়ো টেস্টের শর্ত ছিল। এদিন এনসিএতে অনুষ্ঠিত ফিটনেস টেস্টে বাকিরা উতরে গেলেও, আটকে যান সামি। ফলস্বরূপ বাদই পড়ে গেলেন। তাঁর পরিবর্ত হিসেবে দলে সুযোগ পেয়েছেন নবদীপ সাইনি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে ‘এ’ দলের দুই ফাস্টবোলার মহম্মদ সিরাজ ও রজনীশ গুরবানিকে প্র‌্যাকটিসে চাওয়া হয়েছে প্রস্তুতির জন্য।

 

আফগান টেস্টে বাদ আনফিট সামি, দলে সুযোগ পেলেন নবদীপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *