Find us on

জোর করে ধর্মপালনঃ সোনু নিগম
সিনেমা ও বিনোদন

নয়াদিল্লি, ১৭ এপ্রিলঃ বলিউড প্লেব্যাক সিঙ্গার সোনু নিগম সোমবার সকালে প্রশ্ন তুললেন আজানের ওপর। বলেন, জোর করে ধর্ম পালনের চেষ্টা চলছে। প্রথম টুইটে তিনি বলেন, ‘ভগবান সকলের মঙ্গল করুন। আমি তো মুসলিম নই যে, আমাকে আজান শুনে ঘুম থেকে উঠতে হবে। ভারতে কবে শেষ হবে জোর করে ধর্ম চাপানো?’ তাঁর আবাসনের বাইরে থাকা একটি মসজিদে প্রতিদিন সকালে বেজে ওঠা আজানের সুরে বিরক্ত গায়ক এদিন টুইটারে পরপর অনেকগুলো টুইটের মাধ্যমে ক্ষোভ উগড়ালেন। তিনি আরও বলেন, ‘মহম্মদ যখন ইসলাম ধর্ম শুরু করেছিলেন তখন তো বিদ্যুৎ ছিল না। তবে কেন এই শ্রুতিকটু স্বরের মাধ্যমে অন্যকে বিরক্ত করা?’ ‘কিন্তু মন্দির বা গুরুদ্বারের বিদ্যুৎ খরচের মাধ্যমে কাউকে ঘুম থেকে জাগানোর ব্যাপারটিও সেরকমই মূল্যহীন তাদের কাছে, যারা কোনো ধর্মেই বিশ্বাসী নয়। তাহলে কেন এই প্রথা? শুধুমাত্র সততার জন্য?’ ‘এগুলো শুধুমাত্র গুন্ডাগিরি।’

প্রসঙ্গত, দিনে পাঁচবার আজান দেওয়া হয় এবং প্রথমটি হয় ভোরবেলায়।

সোনু নিগমের এই টুইটের জবাব দেন তেহসিন পুনাওয়ালা। তিনি বলেন, ‘আজান থেকে মন্দিরের ঘন্টা বা জাগরণের উত্সব, যা মানুষকে অসুবিধায় ফেলে সোনু নিগম সবই বন্ধ করতে চান। তবে চলুন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে।’

জোর করে ধর্মপালনঃ সোনু নিগম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *