Find us on

চা শ্রমিকদের দাবি আদায়, বিভেদ ভুলল সিপিএম-তৃণমূল
উত্তরবঙ্গ
দার্জিলিং
প্রথম পাতা

শিলিগুড়ি, ২৫ জুনঃ নানা দাবিতে সোমবার যুগ্ম শ্রম কমিশনার (উত্তরববঙ্গ)-এর দপ্তরের সামনে অবস্থান অন্দোলন শুরু করল ডানকানস গ্রুপ ওয়ার্কার্স কমিটি। কমিটিতে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আদিবাসী বিকাশ পরিষদের চা শ্রমিক সংগঠনের সমর্থকরা ছিলেন। দলীয় বিভেদ ভুলে সব সংগঠনের নেতা, কর্মীরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এদিন শ্রমিকদের নিয়মিত মজুরি প্রদান, পিএফ জমা দেওয়া, চিকিৎসা সুবিধা প্রদান, বকেয়া মেটানো সহ বিভিন্ন দাবিতে গঙ্গারাম, বাগ্রাকোট, নাগেশ্বরী ও কিলকোট এর শ্রমিকরা মিলে ওই কমিটি তৈরি করে। বেলা ২টা নাগাদ অবস্থান আন্দোলন শুরু করেছে শ্রমিকরা। আন্দোলন এখনও চলছে।

সংবাদদাতাঃ শুভঙ্কর চক্রবর্তী

চা শ্রমিকদের দাবি আদায়, বিভেদ ভুলল সিপিএম-তৃণমূল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *