fbpx

Find us on

আমার সবচেয়ে বড় সাফল্যঃ বিরাট
খেলা
শিরোনাম

সিডনি, ৭ জানুয়ারিঃ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়। আর এই ঐতিহাসিক জয়ের পর গর্বিত টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, এখনও পর্যন্ত এটাই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য।

১৯৪৭ সাল থেকে এর আগে ১২ বার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছে ভারত। কিন্তু একবারও সিরিজ জিততে পারেনি। সেই খরা কাটল বিরাট কোহলির হাত ধরে। সিরিজ জয়ের পর ভারতীয় দলকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে। আবেগে ভাসছে ভারতীয় দলও। সেই খুশির আমেজেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল বিরাটকে। দলের খেলায় গর্বিত অধিনায়ক বলেছেন, ‘এই টিমের অংশ হওয়ার চেয়ে গর্বিত কখনও হইনি। কেবল একটা শব্দ বলতে চাই-গর্বিত। এইরকম প্লেয়ারদের নেতৃত্ব দেওয়া গর্বের। ওদের জন্য ক্যাপ্টেনকে এত ভালো দেখাচ্ছে।’

আমার সবচেয়ে বড় সাফল্যঃ বিরাট

Leave a Reply