কেপটাউন : তাঁর সিদ্ধান্ত চূড়ান্ত করার পর চব্বিশ ঘণ্টারও বেশি সময় পার। ক্রিকেট দুনিয়াজুড়ে ক্যাপ্টেন বিরাট কোহলিকে নিয়ে আবেগের লাভাস্রোত বইছে।
স্ত্রী অনুষ্কা শর্মাও রবিবার সোশ্যাল দুনিয়ায় স্বামী বিরাটকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। আর সেই বার্তার মধ্যেই রয়েছে কাঁটাও। যে কাঁটা ধরলেই বিতর্কের ভরপুর ইঙ্গিত রয়েছে। অথচ সুকৌশলে পুরো বিষয়টি এক লাইনে লিখে ছেড়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ফার্স্ট লেডি।
সোশ্যাল দুনিয়ার মাধ্যমে ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার বিরাট ঘোষণা করেছিলেন কোহলি। কিন্তু কেন তাঁর এমন সিদ্ধান্ত? তার কোনও ব্যাখ্যা দেননি বিরাট। আজ অনুষ্কার ফেসবুক পোস্টের মধ্যে লুকিয়ে সেই ইঙ্গিত। কোহলির স্ত্রী তাঁর স্বামীর প্রতি আবেগ দেখাতে গিয়ে লিখেছেন, ‘শুধু মাঠেই চ্যালেঞ্জের সামনে পড়তে হয়নি। বাইরের অনেক চ্যালেঞ্জও ছিল। ঠিক তো?’
অনুষ্কা এই লাইনের ব্যাখ্যা দেননি। কিন্তু ভারতীয় ক্রিকেটমহল মনে করছে, বাইরের চ্যালেঞ্জ বলতে কোহলির স্ত্রী ইঙ্গিত করেছেন বিসিসিআইয়ের সঙ্গে যুদ্ধের বিষয়টি। ওয়াকিবহাল মহলে সবারই জানা, দক্ষিণ আফ্রিকা সিরিজ হারের পর কোহলি টেস্ট নেতৃত্ব না ছাড়লে তাঁকে সরিয়ে দেওয়া হত। যদিও এব্যাপারে বোর্ড বা কোহলি, কারোর প্রতিক্রিয়া নেই।
তাই অনুষ্কার দীর্ঘ পোস্টের একটি লাইন তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিতর্কের ইন্ধন থাকা অংশ বাদ দিলে বাকি দুনিয়ার মতোই বিরাট বন্দনায় মজেছেন অনুষ্কা। তিনি লিখেছেন, তুমি অভিনয় করতে জান না। এই গুণটাই তোমাকে আমার চোখে মহান করে তুলেছে। তারা সত্যিই ভাগ্যবান, যারা তোমার চোখের গভীরে মনটা দেখতে পায়। তোমারও অনেক খুঁত রয়েছে। কিন্তু তুমি বরাবরই সত্যের পাশে দাঁড়িয়েছ।
বিবাহ ২০১৭ সালে হলেও বিরাটের সঙ্গে অনুষ্কার প্রেম দীর্ঘদিনের। কোহলির সুবাদেই ভারতীয় ক্রিকেটের মূল অলিন্দে যাতায়াত শুরু হয়েছিল অনুষ্কার। সেই প্রসঙ্গ তুলে ধরে তিনি লিখেছেন, ২০১৪ সালের সেই দিনটার কথা মনে পড়ছে। যখন তুমি এসে বললে, ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় তোমায় দায়িত্ব দেওয়া হচ্ছে। সেদিন আমি, তুমি ও ধোনি বসে গল্প করেছিলাম। ধোনি মজা করে বলেছিল, কত তাড়াতাড়ি তোমার দাড়ি পাকতে শুরু করবে। সেদিন থেকে তোমার দাড়ি পাকতেই শুধু দেখিনি, মানুষ হিসেবে তোমার উন্নতিও দেখেছি।
টিম ইন্ডিয়ার নেতৃত্ব ছেড়ে দিয়ে কোহলি সঠিক কাজই করেছেন বলে মনে করছেন অনুষ্কা। তাঁর লেখায় তেমনই ইঙ্গিত মিলেছে। শুধু তাই নয়, তাঁদের কন্যা ভামিকা বিরাটের থেকে অনেক শিখবে বলেও লিখেছেন অনুষ্কা। তাঁর আবেগঘন বার্তা, তুমি কখনও পদের লোভ করনি। এই সাত বছরে তুমি যা শিখেছ, তার থেকে আগামীদিনে আমাদের মেয়ে শিখবে। কেউ কোনও কিছু জোর করে চেপে রাখতে চাইলে নিজেকে সীমিত করে ফেলে। কিন্তু তুমি তো অসীম।